Thursday 2 July 2015

রমজানে মাসে কিউবির মেগা অফার

কিউবির এই অফারের আওতায় নতুন
মাসিক প্যাকেজের গ্রাহকেরা
অতিরিক্ত ৬০ জিবি পর্যন্ত ইন্টারনেট
ব্যবহারের সুযোগ পাবেন। প্রি-পেইড
গ্রাহকরা যে কোনো অংকের
রিচার্জে পাবেন ৩০০ ভাগ পর্যন্ত
বোনাস ভলিউম।
এছাড়া যারা এক বছর বা তার চেয়েও
বেশি সময় ধরে কিউবির ইন্টারনেট
ব্যবহার করেছেন তারা শতভাগ বোনাস
ও দি¦গুণ গতি পাবেন। আর যে সব
গ্রাহকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন,
তারা আগের সব বকেয়া শতভাগ মওকুফ
সুবিধার পাশাপাশি অতিরিক্ত ২০০
জিবি ইন্টারনেট ডেটা ব্যবহারেরও
সুযোগ পাবেন!
নতুন মাসিক প্যাকেজে ১ হাজার ৫০০
টাকার ১ এমবিপিএস গতির ৩০ জিবির
ডেটার সাথে ৬ মাসের জন্য অতিরিক্ত
৬০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ
পাওয়া যাবে। ১ হাজার ৫০০ টাকার ২
এমপিবিএস গতির ৮ জিবির প্যাকেজে
রয়েছে ৬ মাসের জন্য বিনামূল্যে আরও
৪৮ জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
১ হাজার টাকার ১ এমবিপিএস গতির ৮
জিবির প্যাকেজের সঙ্গেও ছয় মাসের
জন্য বিনামূল্যে ৪৮ জিবি ইন্টারনেট
ব্যবহারের সুযোগ রয়েছে।
অন্যদিকে, প্রি-পে গ্রাহকেরা ৩৫০
এমবির জন্য ১০০ টাকার কার্ড রিচার্জ
করলে বোনাস হিসেবে অতিরিক্ত ৫০০
এমবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ
পাবেন। ৩০০ টাকার কার্ড রিচার্জে
১.২ জিবির সাথে ৩ জিবি বোনাস
পাবেন। ১.২৫ জিবি প্যাকেজে ৪০০
টাকার কার্ড রিচার্জ করলে
বিনামূল্যে ৪ জিবি ইন্টারনেট বোনাস
পাওয়া যাবে। এ ছাড়া ২ জিবির
প্যাকেজে ৫০০ টাকার কার্ড রিচার্জ
করলে অতিরিক্ত ৫ জিবি এবং ২.৫
জিবির প্যাকেজের জন্য ৭০০ টাকার
কার্ড রিচার্জ করলে অতিরিক্ত ৭
জিবি বোনাস পাওয়া যাবে!
এক বছর বা এর চেয়ে বেশি সময় ধরে
কিউবির সঙ্গে থাকা মাসিক
প্যাকেজের গ্রাহকরা সেপ্টেম্বর মাস
পর্যন্ত ইন্টারনেটে নূন্যতম ২ এমবিপিএস
গতি পাবেন। এছাড়া ১ এমবিপিএস
মাসিক প্যাকেজের গ্রাহকদের জন্য
রয়েছে অতিরিক্ত ৫০ শতাংশ ভলিউম।
১.৫ এমবিপিএস মাসিক প্যাকেজে
অতিরিক্ত ৬০ শতাংশ এবং ২
এমবিপিএস বা এর চেয়ে বড় মাসিক
প্যাকেজের জন্য অতিরিক্ত ১০০ ভাগ
ভলিউম পাওয়া যাবে।
যে সব গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন
রয়েছে তারা সেটি চালু করলে পুরনো
বকেয়া শতভাগ মওকুফ সুবিধাসহ
বিনামূল্যে ২০০ জিবি পর্যন্ত ইন্টারনেট
ব্যবহারের সুযোগ পাবেন।
এ ব্যাপারে কিউবির প্রধান নির্বাহী
কর্মকর্তা (সিইও) ডি. এস. ফয়সাল হায়দার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন,
আমাদের অফারে সব সময়ই গ্রাহকদের
স্বার্থ প্রাধান্য পায়। পবিত্র রমজান
মাস উপলক্ষে অফারগুলো এমনভাবে
সাজানো হয়েছে যাতে গ্রাহকদের
সর্বোচ্চ সুবিধা নিশ্চিত হয়।

No comments:

Post a Comment